দাউদকান্দি প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে দাউদকান্দি থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল আলিম।
থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার ও সেলিম মিয়া এক বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামি বশির আহমদকে গ্রেফতার করেন। এর আগে দীর্ঘদিন ধরে গা ঢাকায় ছিল বশির আহমেদ। বিভিন্ন সময়ে তাকে তরার জন্য অভিযান পরিচালনা করতেন বলে জানিয়েছেন থানার দায়িত্বরত কর্মকর্তা।
গ্রেফতারের বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল আলিম বলেন, “সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের সোপর্দ করা হয়েছে।”