রেমান মিয়াজী,দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দি পৌর কৃষকদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে দাউদকান্দি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর কৃষকদলের সভাপতি ফিরোজ মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে এম শামসুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সদস্য সচিব কাওসার আলম সরকার দাউদকান্দি পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আলিম সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, হুমায়ুন মিয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনায় এমন দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।