মাহফুজ নান্টু।।
‘দুই কেজি চাউল চাইর দিন খাইছি-আইজ ঘরে চাইল নাই!’ কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বুটপালিশ ওয়ালাদের নিয়ে সংবাদ প্রকাশের পর সোমবার ৩০ জন বুটপালিশওয়ালা খাদ্য সামগ্রী পান। তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ১১ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদি।
গত রবিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদি বুটপালিশ ওয়ালাদের খোঁজ খবর নেন। পরে তালিকা করে ৩০ জনকে চাল,আলু,ডাল ও পিয়াজ প্রদান করেন।
হাতে খাদ্য সামগ্রী পেয়ে ঋষি ও ঠাকুর দাশ বলেন, ঘরে খাবার ছিলো না। আজ কাউন্সিলর সাহেব আমাদের জন্য খাবার ব্যবস্থা করছেন। এ সময় অন্যান্য বুটপালিশওয়ালা বলে উঠেন ভগবান কাউন্সিলর সাহেবের ভালো করবেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে সংবাদকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে কাউন্সিলর হাবিবুল আর আমিন সাদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি সার্বিক তত্ববধানে নিম্ন আয়ের মানুষজনের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করছি। আমি আশা করি খাবার নিয়ে কোন মানুষ সমস্যায় পড়বে না। শুধু এটুকু বলবো আপনারা ঘরে থাকুন,খাবার সামগ্রী পৌঁছে যাবে।