খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন

দাউদকান্দি প্রতিনিধি।।

বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপি, দাউদকান্দি পৌর বিএনপি ও মেঘনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীবৃন্দ। কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

নেতাকর্মীদেরকে দলের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।