খুলেছে কুমিল্লার পর্যটনকেন্দ্রগুলো

ডেস্ক রিপোর্ট।।
করোনা মহামারি প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে দেশের মত কুমিল্লার পর্যটনকেন্দ্রগুলো খুলে দেয়া হচ্ছে। এতে পর্যটনকেন্দ্র-সংশ্লিষ্টরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে পর্যটকসহ সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি।

সংশ্লিষ্টরা জানান, পর্যটনকেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্তের পর সারাদেশ থেকে পর্যটকরা হোটেল-মোটেলে আগাম বুকিং দিচ্ছেন। তাদের স্বাস্থ্যবিধি অনুসরণে তাগিদ দেয়া হচ্ছে। তবে মাস্ক ছাড়া পর্যটনকেন্দ্রে প্রবেশ করা যাবে না এবং পর্যটকদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কুমিল্লা ম্যাজিক প্যারাডাইজ পার্কের তত্বাবধায়ক নাছির উদ্দিন জানান, আমাদের পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। পার্কের প্রবেশ মুখে থাকবে হ্যান্ড স্যানিটাইজার। মাস্ক ছাড়া কোন পর্যটককে পার্কে প্রবেশ করতে দেয়া হবে না। নির্দেশ দেয়া হয়েছে, অসুস্থ অবস্থায় পর্যটনকেন্দ্রে ভ্রমণ করা যাবে না। যান্ত্রিক জীবনের একটু ক্লান্তি দূর করতে বিনোদনের খোঁজে মানুষ পার্কে ছুটে আসছেন বলে জানিয়েছেন তিনি।