খোলা থাকবে ব্যাংক, লেনদেন সাড়ে ৯টা থেকে দেড়টা পর্যন্ত

ডেস্ক রিপোর্ট।।
আগামীকাল ১৪ এপ্রিল থেকে ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খোলা থাকবে। মঙ্গলবার (১৩ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে দুপুর ৩টা পর্যন্ত খােলা রাখা যাবে।