স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর শহরের পালপাড়া সংলগ্ন উকিল পাড়া এলাকায় অবস্থিত আল আমিন হাসপাতালে এক বিকলাঙ্গ শিশুর জম্ম হয়েছে। শনিবার দুপুর ১টায় সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের ১ ঘন্টা পর শিশুটি মারা যায়।
শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাঠি ইউনিয়নের আশিকাঠি গ্রামের মো. শাহ জালালের স্ত্রী রহিমা বেগম (২৫) আল আমিন হাসপাতালে দুপুর ১২টায় ২১৩নং কেবিনে ভর্তি হয়। এর পর স্ত্রী রোগ বিশেষঞ্জ ডা. সামছুন্নাহার তানিয়াকে খবর দেয়া হয়। এনেসথেসিয়া চিকিৎসক ডাঃ আবির রোগী রহিমাকে অচেতন করলে ডাঃ সামছুন্নাহার তানিয়া অস্ত্রপাচার করে দুটি জিহ্বা, চারটি হাত ও চারটি পা বিশিষ্ট বিকলাঙ্গ কন্যা শিশুর জন্ম হয়।
এ বিষয়ে ডাক্তার সামছুন্নাহার তানিয়া জানান, আল্ট্রাসনোগ্রামে তা বুঝা যায়নি। সিজার করার পর দেখা যায় শিশুটি চারটি হাত, চারটি পা ও দুটি জিহ্বা নিয়ে জন্ম গ্রহণ করে। জন্মের এক ঘন্টা পর সে মারা যায়। তবে শিশুটির মা সুস্থ রয়েছে।