চাঁদপুরে ৮৬০ টন সিমেন্টের কাঁচামাল নিয়ে জাহাজডুবি

চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুরে মেঘনা নদীতে ৮৬০ মেট্রিক টন সিমেন্টের কাঁচামাল নিয়ে ডুবে গেছে বাইতুল ইজ্জাহ-৩ নামে একটি জাহাজ। এ সময় জাহাজে থাকা ১০ জন শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন। মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৫টার দিকে চাঁদপুরের হরিণা এলাকায় নোঙর করা অবস্থায় ঝড়ের কবলে পড়ে আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটি মালামাল নিয়ে ভারতের কলকাতা থেকে এসে সোনারগাঁ মেঘনাঘাটে যাওয়ার কথা ছিল।

চাঁদপুর হরিণা নৌপুলিশের আইসি হাসান জামান বলেন, ৮৬০ টন সিমেন্টের কাঁচামালবাহী জাহাজটি নোঙর করা ছিল। বিকাল ৫টার দিকে ঝড়ের কবলে পড়ে নোঙর খুলে যায়। পরে জাহাজটি ঘুরে গিয়ে নোঙর করা আরেকটি খালি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। জাহাজে থাকা ১০ জন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হয়।

তিনি জানান, আমরা বিআইডব্লিউটিএ এবং সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছি। তারা জাহাজ উদ্ধারের বিষয়টি দেখবেন।