চান্দিনায় অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনায় এক যুগ ধরে অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বার করছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম.এ রউফ। চান্দিনা উপজেলা সদরের জননী মেডিকেল সেন্টার নামে একটি প্রাইভেট হাসপাতালে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত রোগী দেখেন তিনি। ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার জননী মেডিকেল সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ জানান, তিনি ২০তম বিসিএসে (স্বাস্থ্য) নিয়োগকৃত একজন চিকিৎসক এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক। কর্মস্থল ফাঁকি দিয়ে বিভিন্ন সময় প্রাইভেট চেম্বারে রোগী দেখার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এমনটা আর হবে না বলে কথা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।