চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে চালু হয়েছে পশুর হাট

মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা।।
চান্দিনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চালু হয়েছে পশুর হাট। উপজেলার বিভিন্ন স্থানে চলতি সপ্তাহ থেকেই নিয়মিত স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসবে। এরই অংশ হিসেবে শনিবার চান্দিনা পৌরসভার অন্তর্গত একমাত্র পশুর হাট খোলা হয়েছে।
পৌরসভার ছায়কোট গরু বাজারে শনিবার থেকে গরু-ছাগল বিক্রি শুরু হয়। সকাল থেকে বেপারী ও ক্রেতাদের প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা বুথ করে কর্মীদের কাজ করতে দেখাগেছে। ডিজিটাল মেশিনে ক্রেতা-বিক্রেতাদের তাপমাত্রা নির্ণয় করে বাজারে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া বেপারী ও ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধান ও সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করতে কাজ করছেন কর্মীরা।
চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলামের নির্দেশে ওই স্বাস্থ্য পরীক্ষা বুথ খোলা হয়েছে বলে জানিয়েছেন ছায়কোট গরু বাজার ইজারাদার মো. আবু তাহের।
স্বাস্থ্য পরীক্ষা বুথ এর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা বাজার ইজারাদার মো. আলী হোসেন, চান্দিনা পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক মো. আব্দুল হান্নান স্বপন প্রমুখ।