চান্দিনা প্রতিনিধি।।
‘এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার’ এই স্লোগান নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বাস স্টেশন এলাকায় বৃক্ষরোপণ করে বিডি ক্লিন নামের একটি সমাজ সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার সকালে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি ছিলেন চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, চান্দিনা পৌরসভার কাউন্সিলর মো. সুরুজ ভূইয়া, আওয়ামী লীগ নেতা মো. জাকির হোসেন সরকার লিটন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডি ক্লিন কুমিল্লা জেলা সমন্বয়ক মো. মোসলেহ উদ্দিন মোল্লা, জেলা টিমের মোশাররফ, হানিফ, চান্দিনা টিমের মনিটর রাসেল সরকার, লজিস্টিক মনিটর মো. হৃদয়, অভি,
লিমন রায়হান, বরুড়া টিমের রাকিব, তিতাস টিমের বশির, দেবিদ্বার টিমের কিবরিয়া, সদর দক্ষিণ টিমের ফরহাদ প্রমুখ।
এই দিনে মহাসড়কের পাশে তিন শতাধিক বিভিন্ন জাতের ফলজ, ফুলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।