স্টাফ রিপোর্টার।।
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য হুমায়ুন কবির ভ্ইূয়া সোমবার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক রেলমন্ত্রী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি। বঙ্গবন্ধু যখন রাজনৈতিক সফরে ফেনী-চট্টগ্রাম আসতেন তখন হুমায়ুন কবির তার সাথে থাকতেন। এছাড়া বঙ্গবন্ধুর সাথে তিনি চট্রগ্রামসহ বিভিন্ন অঞ্চলে সফর করেছেন। চৌদ্দগ্রামের ফাল্গুনকরা চৌধুরীবাড়ীতে বঙ্গবন্ধু একরাত ছিলেন, হুমায়ুন কবির তখনও বঙ্গবন্ধুর পাশে ছিলেন। তার জানাজায় পৌর মেয়র মিজানুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসেন টিপুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তিনি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপির রাজনৈতিক গুরু ছিলেন বলেও জানা যায়। চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ভিক্টোরিয়া কলেজ সহযোগী অধ্যাপক মাসুম মিল্লাত মজুমদারের নানা শ্বশুর তিনি। তার জামাতা কুমিল্লা জজকোটের এডভোকেট শাহজালাল শিপন।