চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজার বাজারে ‘সবার জন্য ব্যাংকিং’-এই স্লোগান নিয়ে ইউসিবি এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাজারবাজার জমিরউদ্দিন মার্কেটে ফিতা ও কেক কেটে এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন করেন ইউসিবি কুমিল্লা শাখার এভিপি এন্ড জিবি ইনচার্জ আহমেদ মনসুর। এজেন্ট সুভাষ ফার্মেসীর উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিবি রাজারবাজার এজেন্ট আউটলেট ওনার শংকর চন্দ্র পাল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউসিবি এজেন্ট ব্যাংকিং ডিভিশন কুমিল্লা জোনাল ম্যানেজার সন্দীপন মিত্র, সহযোগী অফিসার কামরুন্নাহার মীম, রিলেশানশীপ অফিসার মোঃ মারুফুল ইসলাম, সমাজসেবক মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম শাকিল, ডা. নারায়ন পাল, জাহের মিয়া, পারভেজ, সামছুল হক, ঔষধ ব্যবসায়ী দীপংকর পাল ও মমতাজ মিয়া প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজারবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম।