অনলাইন ডেস্ক :
এক যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের আদেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের সাত সদস্যের বেঞ্চ ২০১১ সালের রায়ের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক আপিল এবং চারটি পুনর্বিবেচনা আবেদন মঞ্জুর করে সর্বসম্মতিক্রমে এ রায় দেন।
২০১১ সালের মে মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, আদালত সেটি আবার চালু করলেন। ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা চালু হয়েছিল।
ত্রয়োদশ সংশোধনীর একমাত্র উদ্দেশ্য ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্র নিশ্চিত করা, যা মাত্র ৯০ দিনের জন্য দায়িত্বে থাকবে।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। আর চতুর্দশ সংসদ নির্বাচনের আগে এই ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। তবে সুপ্রিম কোর্টের রায় পূর্ণাঙ্গ প্রকাশের পর বিস্তারিত জানা যাবে।