ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে রণক্ষেত্র লাকসামের রামারবাগ,আহত ১৫

স্টাফ রিপোর্টার।।
কুমিলার লাকসামের উত্তরদা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামারবাগ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ-যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃস্পতিবারের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৫ জন গুরুতর আহত হয়েছে। দুই গ্রুপের দ্বন্দ্বে এলাকা আতংকের জনপদে রুপ নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ওয়ার্ড মেম্বার যুবলীগ নেতা আনোয়ার হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদ আহম্মদ রাশেদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জের ধরে ওই গ্রামের গোলাম রাব্বানীর চা দোকানে ডিস জসিমের সাথে দোকানী রাব্বানীর চায়ের টাকা নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে পুরো ঘটনাটি গ্রুপ পর্যায়ে রূপ নেয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের ১৫ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।