জলপাই ফুলের বাহারি রূপ

শেখ ফরিদ।।
ফুল ভালো বাসেন না, এমন মানুষ পৃথিবীতে দুর্লভ। প্রেয়সীর প্রতি ক্ষণে ক্ষণে অভিমান হয়তো হয়,ফুলের প্রতি অভিমান কারও হয় না। মনকে প্রশান্ত করে দেওয়ার নীরব বাহন এ ফুল। তাইতো ফুলপ্রেমিরা সামান্য জায়গা পেলে গড়ে তোলেন বাগান। বাগানে সমাহার ঘটান নানা ফুলের। কিন্তুু অনেক ফুলের ভিড়ে অলস সৌন্দর্য বিলানো কিছু ফুল চোখ এড়িয়ে যায়। যাবেইতো! ধরুন জলপাই। টক স্বাদযুক্ত এ ফলটি দিয়ে আঁচার, নানা প্রকার চাটনি ও কোনো কোনো তরকারির স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়। এর আছে বহু পুষ্টিগুণ। ঔষধি ফল হিসেবেও আমরা জলপাইকে চিনি। কিন্তু টানা ছয়মাস ধরে ফুটতে থাকা জলপাই ফুলের নানা রূপ কি কারও চোখে পড়ে? যদি না পড়ে, তবে আজই আপনার ছাদবাগান কিংবা বাড়ির ছোট একটি কোণে লাগিয়ে দিন জলপাই গাছ। আর ছয়মাস ধরে উপভোগ করুন জলপাই ফুলের সৌন্দর্য।
ছবিটি নাঙ্গলকোটের কাশিপুর থেকে তোলা।