জেএসসি ও এসএসসির ফলাফল মূল্যায়ন হতে পারে এইচএসসিতে: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।
করোনা পরিস্থিতির কারনে বন্ধ হয়ে আছে এইচএসসি পরীক্ষা। এতে হতাশায় রয়েছে কয়েক লাখ শিক্ষার্থী। তাই এবারের এইচএসসি পরীক্ষা নিয়ে পরিকল্পনা আগামী সোম বা মঙ্গলবার সুনির্দিষ্টভাবে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষাবিষয়ক সাংবাদিকদের আয়োজনে এক অনলাইন মিটিংয়ে একথা জানান তিনি। তবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে শিক্ষার্থীদের অবশ্যই চার সপ্তাহ সময় দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, এইসএসসি পরীক্ষা নেয়ার আমাদের সব প্রস্তুতি ১৬ আনাই আছে। দ্রুত সময়ের মধ্যে কতগুলো বিষয় নিয়ে, কত নাম্বার নিয়ে এই পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারবো তা নিয়ে আলোচনা চলছে। সেক্ষেত্রে হয়ত কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে জেএসসি ও এসএসসির নাম্বারকেও মূল্যায়নের মধ্যে নিয়ে আসা হতে পারে।