ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবর্জনা ও পোস্টার সরিয়ে নেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চারলেন প্রকল্পের সড়ক নির্মাণ কাজের ধীরগতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক-জনপথ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৫ আগস্ট) কুমিল্লায় সড়ক ও জনপথ বিভাগে কুমিল্লা জোনের উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত ভিডিও কনফারেন্সে মন্ত্রী এই ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, নিষেধ করার পরও কেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লা, আবর্জনা ও পোস্টার-ব্যানার থাকবে? তা যারই হউক দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি।

এছাড়া তিনি গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
ভিডিও কনফারেন্সে এসময় উপস্থিত ছিলেন, কুমিলল্লা জোনের অতিরিক্ত প্রকৌশলীসহ ৬টি জেলার নির্বাহী প্রকৌশলীগণ।