তিতাস প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে-ওয়ার্ডে স্প্রে করার জন্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কতৃক ১০০কেজি ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা চত্ত্বর সংলগ্নে, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার ও নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তারের মাধ্যমে এ পাউডার বিতরণ করা হয়।
এ সময উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আ.মান্নান মিয়া, সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপসহকারি প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আবুল হাশিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসানুল ইসলাম প্রমুখ। এর পূর্বেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কতৃক ১৪৪টি লাইফবয় সাবান বিতরণ করা হয়।
এদিকে সরজমিনে দেখা গেছে ইউএনও’র নির্দেশে উপজেলার ৯টি ইউনিয়নের প্রতি গ্রাম,হাট-বাজারে করোনা ভাইরাস সম্পর্কে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বার্তা প্রচার করা হয়। যার ফলে উপজেলার হাটবাজার, মোড় এলাকায় জনসমাগম কমে গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বের হচ্ছে না, আর বের হলেই ভ্রাম্যমাণ আদালতের জরিমানা অব্যাহত রয়েছে।