স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে গাঁজাসহ এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহিরুল হক জানান, কুমিল্লা থেকে যাত্রীবাহী বাসে করে এক ব্যক্তি ঢাকায় গাঁজা নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজায় অভিযান চালায় হাইওয়ে পুলিশ। সন্দেহভাজন রয়েল কোচ পরিবহনের বাসটি টোলপ্লাজা এলাকায় আসলে তল্লাশি করে পুলিশ সদস্যরা। বাসে থাকা সন্দেহভাজন এক ব্যক্তির একটি স্কুল ব্যাগ তল্লাশি করে এর ভিতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আব্দুল আলিম জেলার বুড়িচং উপজেলার গিলাতলা গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ।