দেবিদ্বারে কৃষি উন্নয়ন অগ্রযাত্রায় ২০২৩-২৪ সম্মাননা প্রদান

দেবিদ্বার প্রতিনিধি:
২০২৩-২৪ অর্থ বছরে কৃষি উন্নয়ন ও সম্প্রসারণে অনবদ্য অবদান রাখায় কুমিল্লার দেবিদ্বারে পাঁচ শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা ও দশ শ্রেষ্ঠ কৃষকদের সম্মাননা ও শুভেচ্ছা পত্র প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৯ অক্টোবর দুপুরে উপজেলার পুরাতন কৃষি অফিসে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হাসান নাফি’র সঞ্চালনায়, উপজেলা কৃষি অফিসার বানিন রায় এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আইউব মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শেখ আজিজুর রহমান।

কৃষি উন্নয়নে অবদান রাখায় সম্মাননা ও শুভেচ্ছা পত্র প্রদান করা হয়, উপজেলার ইউছুফপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও দেবিদ্বার পৌরসভা ব্লকের এ টি এম রাশেদুজ্জামান সরকার এবং ভৈষেরকুট ব্লকের মরিয়মের নেছা। এছাড়াও সমলয় চাষাবাদ বাস্তবায়নে অবদানের জন্য এলাহাবাদ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান ও আউশ আবাদ বৃদ্ধিতে অবদানের জন্য বল্লভপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম’কে সম্মাননা ও শুভেচ্ছা পত্র প্রদান করা হয়েছে।

দেবিদ্বারের কৃষি উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখায় ১০ জন প্রগতিশীল কৃষক’কে সম্মাননা ও শুভেচ্ছা পত্র প্রদান হয়। ভার্মি-কম্পোষ্ট উদ্যোক্তা হিসাবে সফলতা পাওয়ায় সুলতানপুর ইউনিয়নের তুলাগাও ব্লকের কৃষক মোঃ কামরুল হোসাইন ও বরকামতা ইউনিয়নের নবিয়াবাদ ব্লকের কৃষক মোঃ সালাউদ্দিন মাসুদ, জাফরগঞ্জ ইউনিয়নের জাফরগঞ্জ ব্লকের কৃষক কাওছার হামিদ, বীজ উদ্যোক্তা ও নতুন জাত সম্প্রসারণে অবদানের জন্য সুলতানপুর ইউনিয়নের কুরছাপ ব্লকের কৃষক রফিক আহমেদ, ফল চাষী হিসাবে সফলতার জন্য গুনাইঘর(উত্তর) ইউনিয়নের ছেপাড়া ব্লকের কৃষক মোঃ আবুল ফয়েজ মুন্সী ও সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ব্লকের কৃষক আতিকুর রহমান এবং দেবিদ্বার পৌরসভা ব্লকের কৃষক মোঃ আনোয়ার রহমান। কৃষি যান্ত্রিকীকরণে উদ্যোক্তা হিসাবে সফলতার জন্য ভানী ইউনিয়নের ভানী ব্লকের মোঃ রাসেল ভুঞা ও ইউছুফপুর ইউনিয়নের ইউছুফপুর ব্লকের কৃষক মোঃ এমদাদুল হক। সবজি চাষে জৈব বালাই ব্যবস্থাপনা বাস্তবায়ন ও আধুনিক কলাকৌশল প্রয়োগে সফলতার জন্য পৌরসভা ভোষনা ব্লকের কৃষক ওসমান সরকার’কে সম্মাননা ও শুভেচ্ছা পত্র প্রদান করা হয়েছে।