দেবিদ্বারে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেবিদ্বার (উপজেলা) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেবিদ্বারে বিএনপির ইউনিয়নভিত্তিক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সুলতানপুর ইউনিয়নের কুরছাপ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সীর সভাপতিত্বে এবং সাবেক যুবদল আহবায়ক মো. আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া।
তিনি বক্তব্যে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. বিল্লাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম

আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা, দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন (সাজু), উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুধন ডিলার, উপজেলা বিএনপির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক গাজী রুহুল সালাউদ্দিন চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় বক্তারা দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।