নগরীতে কোচিং সিলগালা, ভবন মালিক ও অভিভাবকদের জরিমানা

আবু সুফিয়ান রাসেল।।
সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুমিল্লা নগরীতে কোচিং সেন্টার পরিচালনা করায় ভিক্টোরিয়া কোচিং বন্ধ করেছে প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভবন মালিক ও পাঁচজন অভিভাবককে জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান, করোনাকালীন এ সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে মগবাড়ী চৌমহনীর ভিক্টোরি কোচিং সেন্টার পরিচালনা করায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
ভবন মালিককে তিন হাজার ও পাঁচজন অভিভাবককে ১৫শ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।