নগরীর সেই প্রবাসীর স্ত্রী-সন্তানও আক্রান্ত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর রাজবাড়িতে আগে আক্রান্ত প্রবাসীর স্ত্রী-সন্তানও আক্রান্ত হয়েছেন। প্রবাসীর বাসা রাজবাড়ি পুকুরের দক্ষিণ পাড়ে। বাসাটি রাজগঞ্জ বাজারের পাশে হওয়ায় সেটি প্রশাসন বন্ধ করে দিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া বাজারের ১২জন ব্যবসায়ীর নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই প্রবাসী এই ব্যবসায়ীদের সংস্পর্শে গিয়েছিলেন।
কুমিল্লা জেলা সংক্রমণ প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নিসর্গ মেরাজ চৌধুরী বলেন,নিয়ম মেনে চললে আক্রান্তের আশংকা কম। আক্রান্তরা চিকিৎসকদের গাইড লাইন মেনে চললে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আতংক নয় সবার সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এ পর্যন্ত কুমিল্লা জেলায় সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে দেবিদ্বার উপজেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ২৩ জন।
উল্লেখ্য, বুধবার পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত দুই হাজার ৭৬৬টি নমুনার মধ্যে দুই হাজার ৩৩৭টি রিপোর্ট প্রকাশ হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৮জনে। সুস্থ হয়েছেন ২৬জন। মৃত্যু হয়েছে চারজনের।