নাঙ্গলকোটে এক পল্লী চিকিৎসকের বাড়ী লক ডাউন

মো: ওমর ফারুক, নাঙ্গলকোট।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাজীর বাম গ্রামে এক পল্লী চিকিৎসক কামরুল ইসলামের বাড়ীটি লক ডাউন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী ম্যাজেষ্ট্রেট্র মিল্টন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: আবদুল মালেক, ইউপি চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন লক ডাউনের সময় উপস্থিত ছিলেন । গত ১০ এপ্রিল কাজির বাম গ্রামের পল্লি চিকিৎসক কামরুল ইসলাম তার দুবাই বাজারে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা উন্ধাইন্না গ্রামের বিল্ডিং ঘর নির্মান কাজের শ্রমিক আলী আক্কাছ শরীর ব্যাথার জন্য এই চিকিৎসকের কাছ থেকে ঔষধ নেন। পরে ১২ এপ্রিল তারিখে সেই শ্রমিক করোনা ভাইরসে আক্রান্ত হয়ে মারা যায়। শ্রমিককে চিকিৎসা দেয়া নোয়াখালীর আর ও দুই পল্লি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। এতে প্রশাসন কামরুলের বাড়ীটি লক ডাউন করেন। তার পরিবারের ১১ সদস্য হোম করেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করেন। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।