নাঙ্গলকোটে ব্যক্তি উদ্যোগে আইসোলেশন সেন্টার

স্টাফ রিপোর্টার।
নাঙ্গলকোটে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বেড়েই চলছে। ইতিমধ্যে পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া এবং নাঙ্গলকোট থানার ওসি ও তাঁর স্ত্রী, পুলিশের ১৯ সদস্যসহ গত বুধবার পর্যন্ত মোট ১৮৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মৃত ৬ জনেরও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে অধিকাংশ রোগী হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু সঙ্কটাপন্ন করোনা রোগীদের চিকিৎসা সেবায় উপজেলায় কোনো আইসোলেশন সেন্টার না থাকায় ব্যক্তি উদ্যোগে স্থাপিত হচ্ছে ১০ বেডের আইসোলেশন সেন্টার। যদিও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব দাস বলেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য ৫ বেডের আইসোলেশন সেন্টার প্রস্তুত রয়েছে। ব্যাক্তি উদ্যোগে আইসোলেশন সেন্টারের উদ্যোগতা পাটোয়ারী জেনারেল হাসপাতাল অ্যান্ড আধুনিক ডায়াগোনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম পাটোয়ারী জানান, করোনা রোগীদের উন্নত চিকিৎসায় আইসোলেশন সেন্টারটি তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ১০টি বেডের এ আইসোলেশন সেন্টারের যাত্রা সহসায় শুরু হবে বলেও জানান তিনি। করোনা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি না হলে বেড বৃদ্ধির পাশাপাশি আইসোলেশন সেন্টারটিকে আরো আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান সাইফুল ইসলাম। তিনি গত ১০ বছর থেকে পরিত্যক্ত উপজেলা কমিউনিটি সেন্টারটিকে আইসোলেশন সেন্টার হিসেবে গড়ে তুলতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুলের নিকট আবেদন করেন। অনুমতি পেয়ে তাতে প্রয়োজনীয় সংস্কার শেষে চিকিৎসক ও নার্সদের জন্য আলাদা আলাদা কক্ষ এবং রোগীদের জন্য ১০টি বেড, অক্সিজেন, মেডিসিন, ইমার্জেন্সি বিভাগ প্রস্তুত করেন। যা আগামী কয়েক দিনের মধ্যে উদ্বোধন হবে বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল জানান, নাঙ্গলকোটে উদ্বেগজনক হারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। করোনা আক্রান্ত কোনো ব্যক্তি যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, সে লক্ষ্যে আইসোলেশন সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।