সীমান্তে এবার খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক।।
সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার রুস্তমপুর ইউনিয়নের দমদমা গ্রামের ওয়াহিদ আলীর ছেলে সিরাজ উদ্দিন (৪৫)। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিছনাকান্দি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতের ভগ্নীপতি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য হারুন অর-রশীদ জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে বিছনাকান্দি সীমান্তের দমদমা এলাকায় গরু চড়াতে যান সিরাজ উদ্দিন। এ সময় তার একটি গরু দলছুট হয়ে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের বাগানে প্রবেশ করে। তখন সিরজ উদ্দিন তার গরু আনতে বাগানে প্রবেশ করলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সিরাজ উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ সাংবাদিকদের জানান, বিছনাকান্দি সীমান্তে খাসিয়ার গুলিতে সিরাজ উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এর আগে গত ১০ দিন আগে একই সীমান্তে খাসিয়াদের বাগানে আম কুড়াতে গিয়ে মিন্টু মিয়া নামে আরেক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান।