সস্ত্রীক করোনা জয় চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তার

স্টাফ রিপোর্টার।।
সস্ত্রীক করোনা জয় করেছেন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবীব। তার স্ত্রী নাজনীন আক্তার ব্রাক ক্ষুদ্র ঋণ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক। তারা দুজনেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
সূত্র জানায়,গত ৩০ মে নমুনা পরীক্ষার জন্য পাঠালে ৩ জুন তারা কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন। গত ১৩ জুন দ্বিতীয়বার নমুনা পাঠালেও ১৮ জুন পজিটিভ রিপোর্ট আসে দুজনেরই। ২৩ জুন তৃতীয় নমুনা দিলে ১ জুলাই এর রিপোর্টে দুজনেরই নেগেটিভ আসে। বর্তমানে শারীরিক দুর্বলতা ছাড়া রোগ-পরবর্তী কোন প্রতিক্রিয়া থেকে দুজনেই মুক্ত আছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই করোনায় আক্রান্ত হন তিনি।
আহসান হাবীব জানান,‘মানুষের কল্যাণে সরাসরি কাজ করতে পারার অদম্য আগ্রহ থেকেই এ বছরের জানুয়ারিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগ দেই। প্রজাতন্ত্রের একজন ক্ষুদ্র কর্মচারী হিসেবে যোগদানের পর থেকে প্রতিক্ষণ মানুষকে সেবা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি। চান্দিনার সাধারণ মানুষ, যারা আমার কাছে সেবা নিতে যোগাযোগ করেছেন, বন্ধের দিনে, এমনকী রাতেও আমি অনেককে আমার কর্মবলয়ের নির্ধারিত সেবাটুকু দিতে প্রয়াসী ছিলাম নানা মাধ্যমে। নির্ধারিত দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি করোনা দুর্যোগকালীন আমার উপর অর্পিত দুইটি ইউনিয়নে ত্রাণ কার্যক্রম, সরকারি সহায়তা, লকডাউন, বাজার পরিদর্শন ও তালিকা যাচাই-বাছাইসহ যাবতীয় কাজে ঈদুল ফিতরের আগ পর্যন্ত সক্রিয় ভূমিকা পালনে সদা সচেষ্ট ছিলাম। ’
করোনা আক্রান্ত হওয়ার পরের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন,‘আমরা দুজনেই মানসিকভাবে ঠিক থাকার চেষ্টা করেছি। মনোবল যাতে না হারাই সেজন্য করোনার সাথে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে লাইভ ও লিখালিখি করেছি। করোনার মনোবল ও ইমিওনিটি খুব গুরুত্বপূর্ণ। আর এই সময়ে কিছু প্রিয়জন আমাদের সাথে ছিলেন। করোনা মুক্ত হওয়ায় প্রথমেই সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া। নির্বাচন কমিশন পরিবার, চান্দিনা উপজেলার কয়েকজন সহকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-পরিজনসহ বিভিন্নভাবে যারা সহযোগিতা ও সাহস যুগিয়েছেন তাদের প্রতি আমার পরিবারের বিনম্র কৃতজ্ঞতা জানাই। শিগগিরই আমরা দুজনেই যেন অধিকতর আন্তরিকতা নিয়ে মানুষের কল্যাণে আরো বেশি নিবেদিত হতে পারি, এই দোয়া চাই। ’