নামহীন আট শহীদের কবরে ফিরল পরিচয়

কুমিল্লার পেপার ডেস্ক

রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান, ৫ জানুয়ারি ২০২৬। দিগন্তবিস্তৃত মাটির বুকে এতদিন যে কংক্রিটের স্ল্যাবগুলো দাঁড়িয়ে ছিল, তাতে লেখা ছিল শুধুই নম্বর অথবা নির্মম ‘অজ্ঞাতনামা’ শব্দটি। জুলাই ২০২৪-এর অগ্নিগর্ভে রদিনগুলোতে রাজপথ রক্তে রঞ্জিত হওয়ার পর বহু প্রাণ নিথর হয়ে আশ্রয় নিয়েছিল এই মাটির নিচে—রিচয়হীন, স্বজনহীন অবস্থায়। ডিএনএ প্রযুক্তির কল্যাণে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নিরলস প্রচেষ্টায় রায়েরবাজারের সেই নামহীন কবরগুলো ফিরে পেতে শুরু করেছে, তাদের হারানো মর্যাদা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের সহযোগিতায় পরিচালিত এ ঐতিহাসিক প্রক্রিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘মিনেসোটা প্রটোকল’ অনুসরণ করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন মানবিক ও ফরেনসিক উদ্যোগ। গতকাল সোমবার কবরস্থানে আয়োজিত এক ভাবগম্ভীর অনুষ্ঠানে ১১৪ জন শহীদের পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়ার অগ্রগতি এবং কবর চিহ্নিতকরণ কার্যক্রম পরিদর্শন করা হয়। উত্তোলিত লাশগুলোর ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে আবেদনকারী ৯টি পরিবারের মধ্যে আট শহীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে, অন্যটির কাজও দ্রুত এগিয়ে চলছে।

বিজ্ঞাপন

২০২৪ সালের জুলাই। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এক দফার দাবি তখন গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে। রাজধানী ঢাকা তখন এক অগ্নিকুণ্ড। সেই আগুনের ফুলকি আর ধোঁয়ার কুহেলিকায় হারিয়ে গিয়েছিল হাজারো মুখ। কেউ জীবিকার তাগিদে রাস্তায় বেরিয়েছিলেন, কেউবা বুকে দেশপ্রেম নিয়ে মিছিলে যোগ দিয়েছিলেন। কিন্তু দিন শেষে অনেকেই আর ঘরে ফেরেননি। হাসপাতালগুলোর মর্গ উপচে পড়েছিল লাশের স্তূপে। চরম বিশৃঙ্খলা আর আতঙ্কের সেই দিনগুলোতে পরিচয় শনাক্ত না হওয়ায় অনেককেই দাফন করা হয়েছিল বেওয়ারিশ হিসেবে। দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর স্বজনদের সেই অপেক্ষার প্রহর ফুরোল।

সিআইডির প্রধান, অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর নেতৃত্বে এই পুরো প্রক্রিয়া পরিচালিত হয়েছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। জাতিসংঘের বিশেষজ্ঞ মরিস টিডবল-বিন্জ এবং ফরেনসিক নৃবিজ্ঞানী ড. লুইস ফনডেরিডারের সরাসরি তত্ত্বাবধানে প্রতিটি ধাপ সম্পন্ন হয়েছে। রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লাশ উত্তোলন কার্যক্রম চলে। এটি কেবল একটি বৈজ্ঞানিক পরীক্ষা ছিল না, বরং ছিল রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিটি নাগরিকের মর্যাদা ফিরিয়ে দেওয়ার এক অঙ্গীকার।