হাছিবুল ইসলাম সবুজ, কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তিন শিক্ষার্থীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় হামলাকারীদের গ্রেফতার, প্রক্টরের অপসারণ, শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শান্তি সমাবেশ করেছে শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৮টায় মুক্তমঞ্চে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ পালন করে শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় মোমবাতি প্রজ্জ্বলন করেন এবং আন্দোলনে শিক্ষার্থীদের অংশ নিতে আহ্বায়ন করেন।
আন্দোলন অন্যতম সমন্বয়ক ইমাম হোসাইন মাসুম বলেন, আমরা আজকে শান্তি সমাবেশ করেছি। আগামীকাল বিকালে ‘কনসার্ট ফর জাস্টিস’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব।
আন্দোলনের মুখপাত্র জাহিদুল ইসলাম বলেন, গত ৮ মার্চ শিক্ষার্থীদের মারধরের ঘটনায় এখনো দোষীদের গ্রেফতার না করা, ইন্ধনদাতা প্রক্টরের অপসারণসহ পাচঁ দফা দাবিতে নির্ধারিত কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ করেছি। যতদিন আমাদের দাবি মেনে নিবেনা ততদিন আমাদের এ শান্তিপূর্ণ আন্দোলন চলবে।