হাইওয়ে পুলিশের দূরদর্শীতায় ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানা পুলিশের দূরদর্শীতায় ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা পেয়েছে টাইলস বোঝাই একটি পিকআপ, তার চালক নজরুল ইসলাম ও হেলপার । এঘটনায় এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
জানা যায়, রবিবার মধ্যরাতে জেলার সদর দক্ষিন উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকায় ১ টি টাইলসের পিকআপ যান্ত্রিক সমস্যার কারণে আটকে যায়। এ সুযোগে তিনজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র দা, রামদা নিয়ে চালকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও টাইলস ছিনিয়ে নেওয়ার জন্য ড্রাইভার ও হেলপারকে আক্রমণ করে । বিষয়টি মহাসড়কে টইলরত ময়নামতি হাইওয়ে থানা পুলিশের নজরে পড়লে তাৎক্ষণিক তারা ছিনতাইকারীদের ধাওয়া করে। ছিনতাইকারীরা ধানখেত দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রায় ১৫মিনিটের চেষ্টায় এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় হাইওয়ে পুলিশ। পুলিশের হাতে আটক ছিনতাইকারীর নাম রিপন (২৯)। সে সদর দক্ষিণ উপজেলার দাফারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন জানান, আটক ছিনতাইকারীর বিরুদ্ধে মায়লা দায়ের করেছেন পিকআপের মালিক নজরুল ইসলাম। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে সদর দক্ষিন থানায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।