পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৫ লাখের বেশি ভোটার

কুমিল্লার পেপার ডেস্ক

‎প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটার, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই পদ্ধতিতে এবার ১৫ লাখের বেশি ভোটার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

‎সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর এসব তথ্য জানা যায়।


‎আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোটগ্রহণের জন্য গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করা হয়। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। প্রথমে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর এবং সর্বশেষ ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

‎ইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১০টা পর্যন্ত মোট ১৫ লাখ ২০ হাজার ৫৮০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৭০ হাজার ৯২৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৯ হাজার ৬৫৪ জন।

‎নিবন্ধন চলমান দেশগুলোর মধ্যে রয়েছে— দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়াসহ অন্যান্য দেশ।

‎এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটি থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৫৪ হাজার ৪২৮ জন। দ্বিতীয় অবস্থানে সৌদি আরব—২ লাখ ৩৭ হাজার ২০৭ জন এবং তৃতীয় অবস্থানে মালয়েশিয়া—৮৪ হাজার ২২৭ জন। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে জিম্বাবুয়ে, কলম্বিয়া, ক্যামেরুন ও নাইজার থেকে। এসব দেশ থেকে একজন করে প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। মোট প্রায় ৬০টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করেছেন।

‎ইসি জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন নিবন্ধনকারীরা। এক্ষেত্রে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ভোটারদের তুলনায় তারা অন্তত ২০ দিন আগে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

‎নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ফিরতি খামসহ ব্যালট পেপার পাঠাবে ইসি। ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না, কেবল প্রতীক থাকবে। গণভোটের জন্য থাকবে পৃথক ব্যালট। ভোটাররা ভোট প্রদান শেষে খামে ভরে নিকটস্থ পোস্টবক্স বা পোস্ট অফিসে জমা দিলে তা সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে। ভোটের দিন এসব ব্যালট গণনা করা হবে। নির্ধারিত সময়ের পরে ফেরত আসা ব্যালট বাতিল বলে গণ্য হবে।

‎উল্লেখ্য, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।