প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের মৃত্যুর ৩৬দিন পর লাশ উত্তোলন

সৈয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বারে মাঈনুদ্দিন মহিন নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর কারণ উদঘাটনে ৩৬দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়েছে।
কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকারের উপস্থিতিতে রোববার দুপুরে দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলহাশ গ্রামের মাউদ আলীর বাড়ির পারিবারিক কবরস্থান থেকে ওই লাশ উত্তোলন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে মামলা তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম ও সহকারী উপ-পরিদর্শক মো. রুহুল আমীন উপস্থিত ছিলেন।
সূত্র জানায়,মহিনের বোন আয়শা আক্তারের অভিযোগ তার ভাইকে প্রেমের ঘটনায় গত ১৮জুলাই রাতে প্রেমিকার বাড়িতে ডেকে নিয়ে প্রেমিকার পরিবারের সদস্যরা নির্মমভাবে নির্যাতনে হত্যা করে। এই অভিযোগ এনে প্রেমিকার বড় ভাই জামাল হোসেন(২১), মেহেদী হাসান(১৯), প্রেমিকা রিয়া মনি(১৮), প্রেমিকার বাবা আবুল হাসেমসহ(৫২) চারজনের নামে এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে অভিযুক্ত করে গত ২৬ জুলাই কুমিল্লা ৪ নং আমলি আদালতের চিফ-জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেটের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত প্রথম আদেশ হিসেবে মামলা দায়েরের পর নালিশি বিষয়ে হত্যা বা আত্মহত্যার ঘটনায় দেবিদ্বার থানায় কোন অপমৃত্যু বা হত্যা মামলা দায়ের করা হয়েছে কিনা এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ থানায় কোন অপমৃত্যু বা হত্যা মামলা দায়ের হয়নি মর্মে লিখিত প্রতিবেদন দাখিল করলে, গত ২৯ জুলাই উক্ত হত্যা মামলার ভিকটিম মাঈনুদ্দীন মহিনের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের পর মামলাটি নথিভুক্ত করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। গত ২৯ জুলাই রাত সাড়ে ৮টায় মামলাটি দেবিদ্বার থানায় নথিভুক্ত করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয় দেবিদ্বার থানার উপ-পরিদর্শক আব্দুস সালামকে। মহিনের লাশ কবর থেকে উত্তোলন ও সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহতের পরিবার ও মাহিনের বন্ধুরা জানান, গত ১৮ জুলাই রাতে তারা দুজনই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে মেয়েটির বাড়ির আঙিনায় মিলিত হয়। পরে রাত পৌনে ১০টায় মেয়ের বড় ভাই মেহেদী হাসান মাহিনের খালাতো ভাই আবু তাহেরের কাছে ফোন করে বলেন, ‘তোমার ভাই এখানে বিষ খেয়ে পড়ে আছে তাকে তুমি এসে নিয়ে যাও।
নিহতের খালাতো ভাই আবু তাহের জানান, তিনি ঘটনাস্থলে এসে দেখতে পান, মহিন তার অ-কোষ চেপে ধরে মাটিতে পড়ে আছে। মহিনকে উদ্ধার করে রায়পুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মহিনকে মৃত ঘোষণা করেন। এসময় তার মুখে বিষের কোনো গন্ধ পাননি বলেও তারা জানান।
মামলা তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, তদন্ত চলছে, ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পরই বলা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।