ফয়জুল কোরআন ইন্টান্যাশনাল মাদরাসা’র সাফল্য

মারুফ আহমেদ।।
আল-মদিনা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর পশ্চিম চৌমুহণী বড় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকার ‘ফয়জুল কোরআন ইন্টান্যাশনাল মাদরাসা’র শিক্ষার্থী অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেন ৫ পাড়া গ্রুপের মোহাম্মদ মাহির ফারহান, তিনি জিতে নেন এয়ার টিকেট। এছাড়া ১০ পাড়া গ্রুপের মোহাম্মদ জিহাদ খান তৃতীয় স্থান অর্জন করেন, তিনিও জিতে নেন ডিনার সেট। এদিকে পবিত্র কোরআন তেলাওয়াত পর্বে দ্বিতীয় স্থান অর্জন করেন একই মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজ, তিনি জিতে নেন বাইসাইকেল।

ফয়জুল কোরআন ইন্টান্যাশনাল মাদরাসা’র কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখার প্রধান শিক্ষক- হাফেজ ক্বারী মাওলানা ফয়েজুল্লাহ ফয়েজী মাদ্রাসার শিক্ষার্থীদের এমন সাফল্যের ধারা অব্যাহত রাখতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

error: ধন্যবাদ আপনাকে!