কুবি প্রতিনিধি।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে (সায়েম,এনায়েত,পলাশ ও রেজা সমর্থিত) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ।
সোমবার (৬মে) দুপুর১২ ও ১ টায় বঙ্গবন্ধু ভাষ্কর্যের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পর ‘ইজরায়েলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’ ‘আমরা আছি লাখো ভাই ফিলিস্তিন ভয় নাই’ বিভিন্ন স্লোগানে মিছিল বের হয়। মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রধান ফটকে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থীসমাজ, শিক্ষক ও সচেতন নাগরিগরা সোচ্চার হয়েছে। বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ফিলিস্তিন রক্ষায় এগিয়ে আসুন। দখলদাররা যেভাবে শিশু নারী হত্যায় মেতে উঠেছে তা বিশ্বযুদ্ধের বিভীষিকাকে ও হার মানাচ্ছে।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মহসিন জামিল বলেন, ইজরায়েল মধ্যপ্রাচ্যর দখলদার অবৈধ রাষ্ট্র, যারা ফিলিস্তিনের উপর সবসময় অত্যাচার-নির্যাতন এবং গনহত্যা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ স্বরূপ সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি তে শিক্ষার্থীরা আন্দোলন করলে সেটি ছাত্র সমাজের মধ্যে ছড়িয়ে যায়। বাংলাদেশ সরকার ও সবসময় নির্যাতিত দের পক্ষে কথা বলে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের আজকের পদযাত্রা ও সমাবেশ।
শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ আয়োজন করে।
শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাত সায়েম বলেন, আমাদের এই ছাত্র আন্দোলন আর দেশীয় গণ্ডির ভিতর সীমাবদ্ধ নেই। সীমান্ত বেরিকেড, ভাষার ব্যবধান সবকিছু মুছে দিয়ে একাকার হয়ে গেছে যুদ্ধ-মুক্ত, ন্যায় ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার সংগ্রামে। আমাদের এই ছাত্র আন্দোলনে সমবেত হয়েছেন নির্যাতিত নিষ্পেষিত ফিলিস্তিনের বন্ধুরাও। আমাদের পূর্বপুরুষরা নিজেদের দেশের মুক্তির জন্য বীরত্বের সঙ্গে যেভাবে লড়াই করেছে ঠিক তেমনি আমরাও ফিলিস্তিনি ভাই-বোনদের স্বাধীনতা সংগ্রামে তাদের পাশে দাঁড়াবো।