বউয়ের জন্য চাঁদে জমি কিনলেন কুমিল্লার আল-আমিন

মাহফুজ নান্টু।।
আল-আমিন। থাকেন ফ্রান্সের প্যারিসে। তার বাড়ী কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রামে।
নয় বছর আগে ভালোবেসে বিয়ে করেন কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী এলাকার খাদিজাকে।

গত নয় বছরে বউয়ের প্রতি ভালোবাসার এতটুকু কমেনি। বরং দিন দিন বউয়ের প্রতি ভালোবাসা বেড়েছে আল-আমিনের।
সম্প্রতি বউয়ের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরুপ আল-আমিন তার বউ খাদিজার জন্য চাঁদে এক টুকরো জমি কিনেছেন।

আল-আমিন জানান, গত ১৭ সেপ্টেম্বর জমির বুকিং দিয়েছেন। পরে ২৭ সেপ্টেম্বর সোমবার চাঁদের জমি বুঝে পেয়েছেন। তার জমির দলিল পেতে খরচ হয়েছে ৪৯ ডলার।
Lunar embassy ওয়েব সাইড থেকে জমিটি কিনেছেন। হাতে জমির সার্টিফিকেট পেয়ে খুশি আল-আমিন।

আপনি কি চাঁদে জমি দেখেছেন এমন প্রশ্নে আল-আমিন বলেন, আসলে আমিও জানি চাঁদে জমি কেনা সম্ভব নয়। এটা পুরোটাই ভার্চুয়ালি একটা বিষয়। বাস্তবে হয়তো কেনা সম্ভব নয়, কিন্তু বউয়ের প্রতি ভালোবাসা দেখাতে কোন সমস্যা নাই। তাই ওয়েভসাইট ঘেটে একটি ঠিকানা পাই। বুকিং দেই। পরে আমার জমি বুঝিয়ে দেয়।

আপনার বউয়ের অনুভূতি কেমন এমন প্রশ্নে আল-আমিন বলেন, বউ অনেক খুশি হয়েছে। ধন্যবাদ দিয়েছে। আসলে আমরা স্বামী স্ত্রী সবার কাছে দোয়া প্রার্থী। বাকি জীবনটা যেন এভাবে একে অপরকে ভালোবেসে কাটিয়ে দিতে পারি।