বকেয়া বেতন পরিশোধের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

মাসুদ আলম।।
প্রকল্পের পূনঃঅনুমোদন ও শিক্ষকদের ছয় মাস ধরে বন্ধ থাকা বেতন ভাতা প্রদানের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প দারুল আরকাম মাদরাসা শিক্ষকরা।
সোমবার কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। এসময় বক্তব্য রাখেন দারুল আরকাম মাদরাসা শিক্ষক কল্যাণ সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বরকত উল্লাহ।
তারা বলেন, ২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রতিটি উপজেলায় ‘দারুল আরকাম’ এর নামে ১০১০টি মাদরাসা প্রতিষ্ঠা করে। ২০১৯ সালে ৩য় শ্রেণী থেকে মাদরাসাগুলো ৫ম শ্রেণীতে উন্নীত করা হয়। কিন্তু গত ১১মে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম থেকে ‘দারুল আরকাম’ মাদরাসাকে বাদ দেওয়া হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষক বেকার হয়ে পড়ে।
প্রকল্পটি দ্রুত চালুসহ কোরবানির ঈদের আগেই শিক্ষকদের বেতন ভাতা প্রদান সহ ৬ দফা দাবি পূরণ করে ক্ষতিগ্রস্থ মাদরাসা শিক্ষকদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান শিক্ষকরা।