বক মারার ওষুধ খেয়ে কৃষকের আত্মহত্যা

নিউজ ডেস্ক।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার (২২ আগস্ট) বক মারার ওষুধ খেয়ে মাঈন উদ্দিন (৪৪) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। নিহত মাঈন উদ্দিন রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়া মাঝি বাড়ির আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক মাঈন উদ্দিন পরিবার নিয়ে রামপুর ৫ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর সুইজ মক্কা নগর এলাকার বেড়িবাঁধের ওপর বসবাস করতেন। শনিবার কোনও এক সময় ঘরে থাকা বক মারার ওষুধ (বিষ) খেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে, পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে, তাকে মৃত ঘোষণা করা হয়।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফজলুল কাদের পাটোয়ারি বলেন, খবর পেয়ে, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। রবিবার ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়া, তার শ্বশুর একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।