তৈয়বুর রহমান সোহেল ।।
বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতি রোমন্থন করতে গিয়ে ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদ আলী বলেন, ‘তখন খন্দকার মোশতাকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমার বৈরিতা।
তিনি ছিলেন বৃহত্তর কুমিল্লা আওয়ামী লীগ সভাপতি, আমি সাধারণ সম্পাদক। দ্ব›দ্ব চলাকালে ১৯৭৫ সালের ১০ কি ১১ আগস্ট গণভবনে গিয়েছিলাম বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে। ঢোকার পর গণভবনসংলগ্ন পুকুরে ওজু করে মাগরিবের নামাজ আদায় করলাম। নামাজের পর দেখা হয়, মুজিব (বঙ্গবন্ধু) ভাইয়ের সঙ্গে। দেখা হওয়ার পর মুজিব ভাইকে বললাম, ‘আপনি এখন কুমিল্লার শাসক নন, কুমিল্লার শাসক মোশতাক। তার জ্বালায় কুমিল্লার মানুষ অতিষ্ঠ। প্রশাসনের কোনো কর্মকর্তা-কর্মচারী তার কথার অবাধ্য হতে পারে না।’ এরপর তিনি আমাকে কাছে নিয়ে বললেন, ‘আহমদ আলী, তুই অনেক বড় হয়ে গেছিস। তুই একবার আমার সঙ্গে দেখা করার সুযোগ পাস না!’ আমি বললাম, ‘আমি আইনজীবী। একদিন আদালতে না গেলে আমি আর আমার সন্তানদের খাবার জোটে না।’
তিনি বললেন, ‘তোর সন্তানরা কেমন আছে?’ উত্তরে বললাম তারা ভালো আছে। তবে তাদের একটা দুঃখ আছে। স্বাধীনতার আগে আপনি যখন কুমিল্লার মুরাদনগরে ঘূর্ণিঝড়ে আক্রান্তদের ত্রাণ সহায়তা দিতে গিয়েছিলেন, আমার বাসায় স্কুল-কলেজের অনেক ছেলেমেয়ে এসে আপনার সঙ্গে ছবি তুলেছিল। সবার ছবি তোলা শেষে তারাও আপনার সঙ্গে ছবি তুলেছিল। যুদ্ধের সময় বাধ্য হয়ে ওই ছবিগুলো পুকুরে ফেলে দিই। আপনিও এখন বাসায় আসেন না। তাদের আফসোস, আপনার সঙ্গে তাদের কোনো ছবি নেই। একথা শোনার পর বঙ্গবন্ধু উত্তেজিত হয়ে বলেন, ‘আমি কি মরে গেছিরে? তুই এখনই তাদের গণভবনে নিয়ে আয়, আমি তাদের সঙ্গে ছবি তুলব।’ ছবি তোলা হলো, কিন্তু সে ছবি তিনি দেখে যেতে পারেননি। তার আগেই বেইমান মোশতাক তাকে হত্যা করল।’
এই ভাষাসৈনিক আরেকটি ঘটনার কথা জানান। তিনি বলেন, ‘একদিন বঙ্গবন্ধু চৌদ্দগ্রামে সভা করার জন্য কুমিল্লায় আসছিলেন এ খবরটি আমাকে জানানো হয়। তার গাড়িতে চালকের পাশে ছিলেন আমেনা বেগম নামে এক নারীনেত্রী। তিনি (বঙ্গবন্ধু) পেছনের আসনে বসেছিলেন, তার পাশে ছিল মোশতাক। আর একটি আসন খালি রেখেছিলেন আমার জন্য। সেখানে যাওয়ার পথে হঠাৎ মীর হোসেন চৌধুরীর (তৎকালীন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক) সঙ্গে দেখা হয়। সে বঙ্গবন্ধুর গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখন তাকে দেখে কিছুটা বিপাকে পড়ে যান বঙ্গবন্ধু। কারণ গাড়িতে তখন কোনো আসনই খালি ছিল না। এ সময় বঙ্গবন্ধু বলেন, মোশতাককে চাইলে আমি আমার উরুতে বসিয়ে সভায় যেতে পারি। বঙ্গবন্ধু খুব মজা করেই বলেন, একথা হজম করার মতো শক্তি তার নেই।’