স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ প্রেসক্লাব ইউকে এর নির্বাচনে সভাপতি পদে সাকির হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে তৌহিদুল করিম মুজাহিদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি জুনায়েত রিয়াজ, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবা জেবিন, যুগ্ম সম্পাদক এস এইচ সোহাগ, অফিস সম্পাদক ইয়াসমিন জাহানারা, আইন সম্পাদক মাহবুবুল আলম তোহা, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক রিয়াদ আহসান, তথ্য ও প্রযুক্তির সম্পাদক রাজীব হাসান, প্রচার সম্পাদক শাকিল আহমেদ সোহাগ, প্রকাশনা সম্পাদক আব্দুল কাদের জিলানী, স্পোর্টস ও কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, কমিউনিটি এনগেজমেন্ট সেক্রেটারি সবুজ চৌধুরী, ওয়েলফেয়ার সেক্রেটারি মুন্না মিয়া, সোশ্যাল মিডিয়া সেক্রেটারি আব্দুল্লাহ আল তারেক নির্বাচিত হন।
সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী নতুন এই কমিটির অনুমোদন দেন ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচিত নেতৃবৃন্দরা জানান, একসঙ্গে কাজ করে প্রবাসে বসবাসরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের ঐক্য, মর্যাদা ও পেশাগত উন্নয়নে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে আগামী দিনে আরো বেশি ভূমিকা রাখবে।
কুমিল্লা থেকে প্রকাশিত নিউজ পোর্টাল “কুমিল্লার পেপার” এর সম্মানিত উপদেষ্টা ফারুক হোসেনকে ইউকে প্রেস ক্লাবের স্পোর্টস ও কালচারাল সেক্রেটারি এবং রাজীব হাসান কে তথ্য ও প্রযুক্তির সম্পাদক পদে নির্বাচিত করায় কুমিল্লা পেপার পরিবারের পক্ষ থেকে ইউকে প্রেস ক্লাবের সকল সদস্যদের প্রতি রইলো অনেক কৃতজ্ঞতা, এছাড়া নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সবার প্রতি রইলো আন্তরিক অভিনন্দন।