মুহাঃ জাবেদুল হকঃ
কুমিল্লা বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মনিরুন্নেছা নুরানিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় সেবার পথে, সবাই একসাথে এই শ্লোগানকে সামনে রেখে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ রক্তদান ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পূর্ণ হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মনিরুন্নেছা নুরানিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মুহাঃ সজিব হাসান সাহেব।
ইফতার মাহফিলে জনকল্যাণ রক্তদান ফাউন্ডেশনের পরিচালক মুহাঃ জুয়েল রানা বলেন, রমজান মাসে আমাদের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল কার্যক্রম অব্যাহত থাকবে। সবাই আমাদের সংগঠন এর সকল সদস্যদের জন্য দোয়া করবেন। আমরা যাতে এই ভাবে মানুষের সেবা করে যেত পারি।
ইফতার মাহফিলটি আয়োজন করেন, জনকল্যাণ রক্তদান ফাউন্ডেশনের সকল সদস্যরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাঃ আব্দুল ওয়াদুদ সাহেব।