মারুফ আহমেদ।।
কুমিল্লা বরুড়া থানা পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৩’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি (২৭) নামে এক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে তাকে এসব মাদক দ্রব্যসহ আটক করা হয়।
জানা যায়, জেলার বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন এর নির্দেশনায় শনিবার বিকালে, এসআই আলী মর্তুজা, এএসআই মোঃ আরিফুল মাওলা, এএসআই মোঃ ওয়াহিদুল করিম, এএসআই আব্দুল মোতালেব সঙ্গীয় ফোর্সসহ বরুড়া থানা এলাকায় অভিযান পরিচালনাকালে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং খোশবাস উত্তর ইউনিয়ন, খোশবাস পূর্ব বাজার আকতার নামে এক ব্যাক্তির অটো পার্টসের দোকানের ভিতর তল্লাসি চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৩’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি নামে একজনকে আটক করা হয়।
রাব্বি উপজেলার দেওয়ান নগর এলাকার আব্দুর রহিমেরর ছেলে।
এবিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন জানান, আটককৃত রাব্বি ও তার আরো দুই সহযোগী আকতার হোসেন ও মাহে আলম দীর্ঘদিন যাবত বরুড়ায় খোশবাস ইউনিয়নসহ আশপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছে। পুলিশের অভিযান টেরপেয়ে অপর দুই
আসামী পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।