মাহে রমাদান উপলক্ষ্যে ময়নামতি ও নিমসার এলাকার সুধী, সাবেক ও বর্তমান জনশক্তিদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করে ইসলামী ছাত্রশিবির, বুড়িচং উপজেলা দক্ষিণ আদর্শ শাখা।
শুক্রবার বিকাল ৫ ঘটিকায় “হোটেল নূর মহলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা বুড়িচং থানা সভাপতি মোহাম্মদ এমদাদুল্লাহ’র সভাপতিত্বে থানা প্রচার সম্পাদক তানভীর হাসান অভি উপস্থাপনায় ক্বারি গাজী রাফির কোরআন তেলওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।
উদ্বোধনী বক্তব্যে, থানা সভাপতি মোহাম্মদ এমদাদুল্লাহ বলেন- মহান আল্লাহ তা’আলা মাহে রমজান আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার জন্য দান করেছেন। এই নেয়ামতের মাসে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।
প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ মাসুদ মৈশান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাওলানা আবুল হোসেন ( বাংলাদেশ জামায়াত ইসলাম – বুড়িচং উপজেলা সেক্রেটারি) দেলোয়র হোসেন সবুজ ( সাবেক জেলা সভাপতি কুমিল্লা উত্তর জেলা) মু. নেয়ামতুল্লাহ ( জেলা অর্থ সম্পাদক) মহিউদ্দিন মাহমুদ ( জেলা অফিস সম্পাদক) জুনায়েদ আহমেদ সিরাজি ( জেলা প্রকাশনা সম্পাদক) ও মোকাম ইউনিয়নের আমির, মোস্তফা কামালসহ থানার অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।