বাড়ির পাশে পুকুরে গোসল করতে যাওয়ার ২০ ঘন্টা পর মিললো লাশ

দেবিদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে গোসল করতে গিয়ে পুকুরে তলিয়ে যাওয়ার ২০ ঘন্টা পর জাকির হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য গোসল করতে গিয়ে পুকুরে তলিয়ে যায় সে। খোঁজাখুঁজি করে জাকির হোসেনের সন্ধান না পেয়ে শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসকে খবর দেয় পরিবারের সদস্যরা। শনিবার সকালে সন্দেহাতীত দু’টি পুকুরে তল্লাশি শেষে জাকির হোসেনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। জাকির হোসেন দেবিদ্বার উপজেলার সুবিল গ্রামের মৃত শহিদ মিয়ার তৃতীয় পুত্র। ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম । ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দেবিদ্বার থানা পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় জাকির হোসেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসে খবর দেন তারা। শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসের দুটি টিম তার সন্ধানে একটি পুকুরে সন্ধান করেন। পরে শনিবার সকালে পাশের অন্য একটি পুকুরে সন্ধান চালিয়ে জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (চাঁদপুর নদী) স্টেশন অফিসার মো রাকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে আমরা দু’টি পুকুরে চিরনি অভিযান চালাই। সকাল দশটার দিকে জাকির হোসেনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই।