বিজয় দিবসে কুমিল্লা গড়ি সংগঠনের সবুজ নগরী গঠনে কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লাকে আধুনিক, টেকসই, উন্নত ও  পরিবেশ বান্ধব গড়ার লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লা গড়ির উদ্যোগে মহান বিজয় দিবসে পরিবেশ পুরো শহর জুড়ে বর্জ্য ও প্লাস্টিকের প্রতি নিরুৎসাহিত করে ফলজ, বনজ ও ঔষধী গাছ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নগরীর টাউন পূবালী চত্বরে সমবেত হয়ে আগামীর নতুন কুমিল্লা গড়ার লক্ষে প্রচার সম্পাদক এম এ কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন  কুমিল্লা গড়ির রুপকার স্হপতি আবুল কালাম মাহমুদ সরকার (তানভীর)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডক্টর কাজী এ কে এম হাসান সিদ্দিকী ডালিম।
বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এ কে এম মাইনুদ্দিন, শিক্ষা ও পরিবেশ সম্পাদক মাঈনুল ইসলাম, কুমিল্লা গড়ির সদস্য আবদুল কাইয়ুম মুকুল।

প্রধান অতিথি আবুল কালাম মাহমুদ সরকার বলেন, আমরা কুমিল্লা বাসী নগরায়ন পরিকল্পনায় অনেক পিছিয়ে আছি, তাই আগামী দিনে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, পানি নিষ্কাশন ও পরিবহন সেক্টরে নাগরিকদের সকল সুযোগ সুবিধার নিশ্চিত করার জন্য ‘কুমিল্লা গড়ি’ প্রশাসন ও জনগন কে সম্পৃক্ত করে কিভাবে কুমিল্লাকে গড়া যায় সে বিষয় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।