বিষ খাইয়ে মারা হলো বানরগুলোকে!

ডেস্ক রিপোর্ট।।
মাদারীপুরে খাবারের সাথে বিষ মিশিয়ে ১২-১৫টি বানর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে জেলার মধ্য খাগদী এলাকায় একদল বানরকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সেসময় এগুলোর মুখ থেকে রক্ত বের হচ্ছিল। পানি খাওয়াতে গেলে কিছুক্ষণের মধ্যেই মারা যায় সবগুলো বানর। পরে বানরগুলো মাটি চাপা দেয় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, খাবার সংকটে দীর্ঘদিন ধরে লোকালয়ে বাস করছিল এক ঝাঁক বানর। অনেকেই স্বেচ্ছায় খাবার দিতো সেগুলোকে। তবে খাবার না পেলে বাড়ি-দোকানপাটে হানা দিত বানরগুলো। উৎপাত সহ্য করতে না পেরেই কেউ খাবারের সাথে বিষ মিশিয়ে বানরগুলোকে খাইয়েছে বলে অভিযোগ তাদের।
এদিকে খাবারে বিষ দিয়ে বানর হত্যার খবর শুনে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসময় জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা তাপস কুমার সেনগুপ্ত বলেন, গত তিন মাস ধরে বানরকে খাবার দেয়া হচ্ছে। খাবারের কোন সমস্যা নেই। কিন্তু যারা বিষ প্রয়োগ করে বানরগুলোকে মেরেছে তারা জঘন্যতম অপরাধ করেছেন। যারা এটি করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিব।
জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, বানর হত্যা ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।