তৈয়বুর রহমান সোহেল।।
বীরপ্রতীক মো. মকবুল হোসেন। জন্ম কুমিল্লার ব্রাহ্মণপাড়ার টাটেরা গ্রামে। ১৯৫৮ সালের ফেব্রুয়ারি মাসে তিনি সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। ছিলেন ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য। ১৯৬২ সালে চলে যান লাহোরে। ১৯৬৬ সালে বাংলাদেশে ফিরে আসেন। ১৯৭০ সালে তিনি রাজশাহী কলেজের ফিজিক্যাল ইন্সট্রাক্টরের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধ, লাহোর প্রতিরক্ষা যুদ্ধ ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
মকবুল হোসেন ৭১ সালে যুদ্ধ শুরুর প্রথম দিন থেকে নেমে পড়েন লড়াইয়ে। যুদ্ধে অসংখ্য অপারেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গুলিবিদ্ধও হন একাধিকবার। দক্ষ ও চৌকস যোদ্ধা হিসেবে মকবুল হোসেনের ছিল ব্যাপক খ্যাতি। বিশেষ করে চার ভাষায় পারদর্শী হওয়ায় যুদ্ধক্ষেত্রে কৌশলী ভূমিকায় অবতীর্ণ হতেন তিনি। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বঙ্গবন্ধু তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করেন। তিনি মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি রোমন্থন করেন এ প্রতিবেদকের সাথে। তার মধ্যে উল্লেখযোগ্য বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আত্মত্যাগের কাহিনি।
মকবুল হোসেন জানান, ২৭ অক্টোবরের মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়ি দখলে নেওয়ার জন্য চা বাগানের পূর্বদিকে অবস্থিত আউটপোস্টে অবস্থান নিই। এসময় পাকিস্তানি সৈন্যদের খুব কাছাকাছি চলে আসি। এতটাই মুখোমুখি অবস্থান ছিল যে, সামান্য ভুল হলেই বড় বিপর্যয় হয়ে যেতে পারে। পাকিস্তানি সৈন্যদের চেয়ে আমরা একটু উঁচু ও সুবিধাজনক স্থানে ছিলাম। ২৮তারিখ সুবেহ সাদিকের আগ মুহূর্তে মেজর কাইয়ুম আমাকে ক্যাম্প থেকে বের হতে বলেন। অন্য কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছিল না। তিনি গ্রেনেড দিয়ে আমাকে একটি গাছের ওপর উঠিয়ে দেন। ধীরে ধীরে কয়েকজন সৈন্য চা বাগানের ভেতর গ্রেনেড নিয়ে অবস্থান নেয়। আমাদের উদ্দেশ্য ছিল সৈন্যদের ভয় দেখিয়ে এ অবস্থান থেকে বিতাড়িত করে ঘাঁটি দখলে নেওয়া। যুদ্ধের সময় আলফা, বিটা, গামা, ডেল্টা এসব প্রতীক উচ্চারণ করে বিভিন্ন অ্যাকশনের নির্দেশনা দেওয়া হতো। বোম্বিংয়ের জন্য ব্যবহার হতো আলফা প্রতীক, যা আমার জানা ছিল না। আলফা উচ্চারণের সাথে সাথে আমাদের সৈন্যরা গ্রেনেড বিস্ফোরণ ঘটাতে থাকে। কিন্তু পাকিস্তানি সৈন্যরা পাল্টা আক্রমণ তো দূরের কথা, বরং এ পরিস্থিতিতে তারা একেবারে নিস্তেজ হয়ে পড়ে। প্রকৃতপক্ষে এটা ছিল তাদের কৌশলী ভূমিকা।
এ ঘটনার পর ক্যাপ্টেন নূর তাদের মেশিনগান পোস্টে হামলা করার জন্য মুখিয়ে পড়ে। আমি বাধা দিয়ে বলি, ‘ভুল করলে আপনার মৃত্যু হতে পারে।’ ক্যাপ্টেন নূর আমার কথা পাত্তা না দিয়ে বলেন, ‘ওরা এখন নিস্তেজ। তাদের গুঁড়িয়ে দিয়ে বীরত্ব অর্জন করতে চাই।’ নূর ক্যাপ্টেন হলেও যুদ্ধক্ষেত্রে দূরদর্শী ছিল না। আমরা অন্য কৌশল অবলম্বন করে তাদের আক্রমণ করতে পারতাম। মুখোমুখি আক্রমণ করতে যাওয়াটা একেবারেই ভুল সিদ্ধান্ত ছিল। সৈনিক হামিদুর রহমানকে গ্রেনেড দিয়ে পাহাড়ি খাল অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। ফ্রন্টলাইনে আমরা ৩০-৩৫জন যোদ্ধা ছিলাম। একটু দূরে আমাদের আরও দুই প্লাটুন সৈন্য ছিল। নূরের সিদ্ধান্তে একটু অগ্রসর হতেই আচমকা চারটি মেশিনগান থেকে পাল্টা গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। শুরু হয় তুমুল যুদ্ধ। এসময় ক্যাপ্টেন নূর, আবদুর রহমান, হামিদুর রহমান ও আমি গুলিবিদ্ধ হই। আমার পায়ে ও কোমরে গুলি লাগে। হামিদুরের গুলি লাগে কপালের মাঝখানে। যুদ্ধ শেষে হামিদুরের লাশ পড়ে থাকতে দেখি। আমি ধর্মনগর হয়ে ভারতের শিলংয়ে একটি হাসপাতালে চিকিৎসা নিই। এ যুদ্ধে আমরা জয়ী হই। তবু আরও দূরদর্শী ভূমিকা রাখতে পারলে হয়তো বীরশ্রেষ্ঠ হামিদুরকে হারাতে হতো না।