বুড়িচং দারুসসালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দারুসসালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১টা থেকে বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় এবং দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সকালে দারুসসালাম মাদানীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ক্বারী মোঃ রবিউল ইসলাম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্ষক্রম শুরু হয়।

মাদরাসাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাওলানা ক্বারী প্রভাষক মোহাম্মদ রুহুল আমীন ফকিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবে সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক বাবু।

এছাড়া উপস্থিত ছিলেন দারুসসালাম মাদানীয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মেহেদি হাসান, মাওলানা আবদুর রশিদ, মাওলানা মোঃ জাকির হোসেন, মোঃ ফরিদ উদ্দিন, মাওলানা আল আমিন সিদ্দিক, হাফেজ ইব্রাহিম খলিল, ক্বারী কালীমুল্লাহ, সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, মোসাঃ সানজিদা আক্তার, মোসাঃ খাদিজা আক্তার, রেজিয়া বেগম, হোসনা আক্তার, রোজিনা আক্তার, শিল্পি আক্তার, ক্বারী মোঃ ইব্রাহিম খলিলসহ সকল শিক্ষক অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।