বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন এর আবিদপুর গ্রামে ৩,৫০,০০০ টাকার মূল্যের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাতনামায় বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। ঘটনার পর গরুর সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করা হয়।
অভিযোগকারী বুড়িচং মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের ভূঞা বাড়ির মো. ফজলুর রহমানে ভূঞা’র ছেলে মো. মনজুর রহমান ভূঞা।
অভিযোগ পত্রে বলা হয়, আমি (মো. মনজুর রহমান) একজন সাধারন কৃষক, গরু বাছুর লালন পালন করে উপার্জিত অর্থ দিয়ে আমার সংসার পরিচালনা করে আসছি। প্রতিদিনের ন্যায় গতকাল সোমবার রাত্রি বেলা বসত ঘরে ঘুমিয়ে পরি এবং রাত্র ২ঘটিকায় ঘুম ভাঙ্গিলে আমার গরু গুলোকে গোয়াল ঘরে যথাস্থানে দেখিতে পাই এবং পূনরায় ঘুমের ঘরে গিয়ে ঘুমিয়ে পরি। অদ্য ভোর বেলা ঘুম ভাঙ্গিলে আমার গোয়াল ঘরে গিয়ে আমার গরু দুইটি দেখিতে পাই নাই, তল্লাশী দিয়ে না পাইলে আমি বুঝিতে পারি ঘটনার সময়ে অজ্ঞাতনামা বিবাদী কে বা কাহারা ঘটনাস্থলে আসিয়া আমার গোয়াল ঘরের তালা ভাঙ্গিয়া ভিতরে প্রবেশ করে আমার গরু দুইটি চুরি করে নিয়ে যায়।
অভিযোগ পত্রে আরও বলা হয়, একটি ফিজিয়াম সাদা কালো মিশ্রিত রং এর গাভী এবং অন্যটি লাল রং এর শাহীওয়াল জাতের গাভী যাহার আনুমানিক বাজার মূল্য ৩,৫০,০০০টাকা। বিবাদীর এহেন কর্মকান্ডের কারনে আমি আর্থিক ভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হই। আশে পাশের এলাকায় খোঁজ খবর নিয়ে আমার গরু দুইটির কোন প্রকারের খোঁজ খবর না পাওয়ায় থানায় আসিয়া অভিযোগ দায়ের করিলাম।
অভিযোগকারী মো.মনজুর রহমান বলেন, গরু লালন-পালন করে আমি সংসার চালাই। আমার দুইটা গরু চুরি হয়েছে।এগুলার মূল্যে প্রায় ৩,৫০,০০০ টাকা হবে।গতকাল রাতের শেষার্ধে এ ঘটনা ঘটে। গরু চুরির ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ করেছি। প্রশাসনের নিকট উদাত্ত আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় যারা সম্পৃক্ত রয়েছে তাদের আইনের আওতায় আনা হোক। গরু গুলা ফিরে না পেলে আমি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবো এবং আমি নিঃস্ব হয়ে যাবো।
এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখছি।