বুড়িচংয়ের বিলে বিরল পদ্মের মেলা

মাহফুজ নান্টু।।
কুমিল্লা বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রাম। এখানে প্রায় দশ একর জমিতে ফুটে আছে পদ্মফুল। নীল, সাদা ও হলুদ রংয়ের পদ্মফুল হাসছে বিলজুড়ে। উপরে শরতের নীল আকাশ আর বিলে বর্ণিল পদ্মের হাসি মোহনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। বিলটিতে ভিড় করছেন দর্শনার্থীরা। বুড়িচংয়ের পদ্মবিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এসেছেন। তারা জানিয়েছেন আমেরিকাতে এমন পদ্মফুল ফুটে। বাংলাদেশে বুড়িচংয়ে রয়েছে এমন পদ্মফুল।
সরেজমিনে বুড়িচং উপজেলার দক্ষিণগ্রামে গিয়ে দেখা যায়, বিলের পাশে সারি সারি নৌকা বাঁধা। দর্শনার্থীরা নৌকা ভাড়া করছেন। পরিবার পরিজন নিয়ে পদ্মবিলে ঘুরছেন। পদ্মফুলের পাশাপাশি রয়েছে সাদা নীল শাপলা।

পদ্মবিলের মাঝে নানান প্রজাতির পাখি উড়াউড়ি করছে। ডাহুক, সারস, বালিহাস খাবারের খোঁজে ঘুরছে। বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামে বিলের যে সব পদ্ম ফুটে সেসব পদ্ম আকারে বেশ বড়। তিন রংয়ের পদ্ম বাংলাদেশে এটাই প্রথম। তবে রক্ষণাবেক্ষণের অভাবে তা এখন হুমকির মুখে আছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহিন জানান, কিছুদিন আগে এখানে ঢাকা বিশ^বিদ্যালয়ের একদল গবেষক এসেছেন। তারা এখানে পদ্মফুলের উপর গবেষণা করেছেন। বিকেলে দর্শনার্থীরা আসেন। আমরা পদ্মবিলের বিষয়ে কিছু বিধি নিষেধ জারি করেছি।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেন, বুড়িচংয়ের পদ্মবিলে ঢাকা বিশ^বিদ্যালয়ের একদল গবেষক এসেছেন। তারা জানিয়েছেন আমেরিকাতে এমন পদ্মফুল ফুটে। আর বাংলাদেশে বুড়িচংয়ে রয়েছে এমন পদ্মফুল। এই বিলে যে পদ্ম ফুটে তা অনেক দর্শণীয়। কুমিল্লা জেলা প্রশাসন এই বিলটি সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।